অপেক্ষা siddikur rahman

লিখেছেন লিখেছেন siddikur rahman ০১ জুন, ২০১৫, ০৫:১৫:৫৯ বিকাল

অপেক্ষা, দৃষ্টিসীমার বাইরের ও ভিতরের

মিলিয়ে মোট অপেক্ষা;

তোকে ভাবা শুরু করে শেষ হবার ,

অপেক্ষা সীমাহীন মহাশূণ্যের শূণ্যতার মত,

অপেক্ষা ভালোবাসার,তোর আমার যত |

অপেক্ষা,লম্বা ঠোঁটের মাছ রাঙার তৃষ্ণা নিবারনের

চৌত্রভরা দিনের খা খা, রোদ নিভনের |

অপেক্ষা শরতের কাশবনে

হারানো দুজনের ,

হেমন্তের মৃদু হাওয়ায় শীত আগমনের |

অপেক্ষা ফাল্গুনের গাছে,কৃষ্ণচূড়ার বাহার ,

বৈশাখের ঝড়,জ্যৈষ্ঠের মধু আহার|

অপেক্ষা জলে ভরভর

বর্ষার চারিধার,

অপেক্ষা, না পেয়ে তোকে

চাওয়া বারবার |

বিষয়: বিবিধ

৬৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File